وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ (163)

অবাদঃ ডঃ মুহাম্মদ মুজিবুর রহমান

এবং তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ; সেই সর্বদাতা করুণাময় ব্যতীত অন্য কেহ উপাস্য নেই।

তাফসীরঃ

অর্থাৎ উপাস্য হওয়ার ব্যাপারে তিনি এক। তার কোন অংশীদার নেই। তার মত কেউই নেই। তিনি একক। তিনি কারও মুখাপেক্ষী নন। তিনি ছাড়া উপাসনার যোগ্য আর কেউই নেই। তিনি দাতা ও দয়ালু। সূরা-ই-ফাতিহার প্রারম্ভে এর তাফসীর হয়ে গেছে। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ তা’আলার ইসমে আযম (বড় নাম) দু’টি আয়াতের মধ্যে রয়েছে। একটি এই আয়াতটি। দ্বিতীয়টি হচ্ছে নিম্নের এই আয়াতটি الٓمَّٓ ـ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَالْحَیُّ الْقَیُّوْمُ (৩:১-২) এর পরে আল্লাহ তা’আলা একত্ববাদের প্রমাণস্বরূপ ঘোষণা করছেনঃ

[ পড়ুন! ১৬৪ নাম্বার আয়াত ]